প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আব্দল্লাহ,শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় আবু শামা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) সন্ধার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড় নামক স্হানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবু শামা উপজেলার চটকাপোতা গ্রামের মৃত আইনউদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শির সুত্রে জানা যায়,সন্ধায় বাড়ীর ব্যবহৃত গ্যাসের চুলা মেরামত করার জন্য বাইসাইকেল নিয়ে শার্শা কামারবাড়ী বাজারে আসছিলো।পথিমধ্যে কামারবাড়ী মোড়ে পৌছালে বেনাপোল গামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার ওসি মন্জুরুল ইসলাম জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম।এখনি ফোর্স পাঠিয়ে পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটক চেষ্ঠা চালানো হবে বলে তিনি জানান।

Check Also

গোলাগুলির পর শীর্ষ সন্ত্রাসী পলাশসহ ১১ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ ও যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে খুলনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।