যা কিছু আজ দামী, কাল তা হয়ে যায় মূল্যহীন
প্রকৃতি বদলায় ধীরে, মানুষ বদলায় ক্ষণে ক্ষণে, দিন শেষে জীবনের সূর্য নামে পাটে
তবুও হিংসা-দ্বেষ
ঈর্ষায় জ্বলে বেশ।
যুদ্ধ চলে মানুষে মানুষে, পশুদের যুদ্ধ নেই, নেই সংঘাত। অসন্তোষ, বিরোধের শব্দে কান ঝালাপালা। হিংসা-ঘৃণার গন্ধ দূষিত পরিবার ও সমাজ।
এর মধ্যেই আমরা স্বপ্ন দেখছি,
কিছু মানুষ নির্লোভ চিত্তে ভালোবাসছি জীবজগৎ,
কিছু মানুষ গোটা পৃথিবীটাকে বাসযোগ্য করতে, সুন্দর করতে চাইছি,
সুখ-শান্তির বীজ বপন করছি।
এমনই হয়, উগ্র উন্মত্তরা মারামারি করে। পরিবর্তনকে ভয় পায়।
শুধু অল্প কিছু মানুষ শান্তির স্বপ্ন দেখে। অল্প কিছু মানুষই চিরকাল সমাজ বদলে দেয়।
মানুষ আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা
গর্ব যেমনি হয় মানুষকে নিয়ে,
ঘৃণাও জন্মে, লজ্জাও হয়।
একদিন বিলুপ্ত হবে মানুষ নামক প্রজাতি এই পৃথিবীর থেকে।
মায়ের রেহেমের তুলনায় কতো ছোট এই জগৎ সংসার। ভাবতেই অবাক লাগে।
পরজন্ম, পুনরুত্থান আরও বৃহৎ
অনন্ত মহাকালের সারথি মানুষ-
তবুও ভুলে যায় সত্যকে।
এই সৌরজগত, এই ছায়াপথ, এই বিশ্বব্রহ্মাণ্ডের তাতে কিছু যাবে আসবে না। যেমন চলছে সব, তেমনই চলবে। শুরু যখন হয়েছে, শেষ হবে; এটাই নিয়তি।