অভয়নগরে পাথালিয়া মাদ্রাসায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর)যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসায় ১(এক) দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২ এপ্রিল ২০২২ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এ দিনে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনের প্রথমার্ধে ক্রিড়া এবং দ্বিতীয়ার্ধে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদরাসার সকল শিক্ষকগণের সহোযোগিতায় ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করেন অত্র মাদরাসার ক্রিড়া শিক্ষক সব্যসাচী বিশ্বাস। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদরাসার সুপার মাও. মনিরুজ্জামানের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রসেনজিত দাস সনজিত। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ নেতা শেখ আাব্দুল্লাহ। সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি জাকির হোসেন তরফদার। এ ছাড়াও অত্র এলাকার সামাজিক ব্যক্তিত্বগণও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শিক্ষা প্রদানকে ত্বরান্বিত করতে মাদরাসা কর্তৃপক্ষ এ আয়োজন করে।

Check Also

হাসপাতালে ভর্তি ১৮ সাতক্ষীরায় ঈদের রাতে মদপান, তিনজনের মৃত্যু

সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।