ঝাউডাঙ্গা প্রতিনিধিঃ-
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের বহুল ব্যস্তময় সড়ক বলা হয় পাথরঘাটা-ঘরচালা সড়কটিকে। দীর্ঘ ৫/৬ বছর ধরেও সড়কের বেহাল অবস্থা থাকলেও স্থানীয় প্রশাসনের তেমন পদক্ষেপ লক্ষ করা যায়নি। এরই মধ্যে সড়কের কাজ শুরু হলেও তা খুবই ধীর গতিতে হচ্ছে বলে জানায় ঘরচালা গ্রামের বাসিন্দা মোঃ সাদ্দাম হোসেন।
সরে জমিনে গিয়ে জানা যায় রাস্তাটি নতুন করে সংস্কার হওয়া থেকে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটে। কিন্তু কেও কোন প্রতিবাদ করতে সাহস দেখায় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন সবচেয়ে বড় অনিয়ম হল রাস্তায় ৩নং খোয়া দিয়ে রাস্তার কাজ হচ্ছে। এটা অল্প কয়েক দিনের মধ্যে নষ্ট হওয়ার উপক্রম।
প্রতিদিন এই সড়ক দিয়ে ঘরচালা, কুশোডাঙ্গা,এ্যাকড়া,রায়পুরের ৪টি গ্রামের অসংখ্য মানুষ যাতায়াত করে। তাদের জন্য ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার একটি মাত্র পথ হওয়ার কারণে নানাবিধ সমস্যায় পরতে হয়।