বিলাল মাহিনী, (অভয়নগর) যশোর:
যশোরের অভয়নগর উপজেলার ৪ টি কলেজ থেকে মোট ১৪ জন মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে।গত ৫ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।১৪ জনের মধ্যে সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ, পায়রাহাট ইউনাইটেড কলেজ ও সিদ্দিপাশা ভৈরব কলেজ থেকে ১ জন করে শিক্ষার্থী এবং বাকী
১১ জন ঐতিহ্যবাহী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। ওদের স্বপ্ন একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। সেবার প্রত্যয় নিয়ে ওরা গত ১ এপ্রিল মেডিকেল কলেজ ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
নওয়াপাড়া সরকারি কলেজের মধ্যে জান্নাতুল ফেরদাউস ঢাকা মেডিকেলে, রুবাইয়াত রহমান রুবা যশোর মেডিকেলে, ফাহরিয়া আনঞ্জুম সুনামগঞ্জ মেডিকেলে,মুশফিকুর রহমান খুলনা মেডিকেলে, আসিফ ইকবাল খুলনা মেডিকেলে, রমিজ মুস্তাকীন রাজশাহী মেডিকেলে, সজীব আহমেদ গোপালগঞ্জ মেডিকেলে, জি এম জুবায়ের হোসেন খুলনা মেডিকেলে, ফাহিমা মাহজাবিন মার্জিয়া ঢাকার মুগদা মেডিকেলে, পূর্ণেন্দু বিশ্বাস রাজশাহী মেডিকেলে এবং এস এম আবিদ হাসান খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার গৌরব অর্জন করে।তাছাড়া সুন্দলী এসটিকলেজ থেকে আনসুয়া,সিদ্দিপাশা ভৈরব আদর্শ কলেজ থেকে সাজিদ হোসেন এবং পায়রাহাট ইউনাইটেড কলেজ থেকে ইতু অন্যান্য মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে বলে সুত্র জানায়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জনের স্বপ্ন পূরণ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন সংশ্লিষ্ট কলেজের।