মৃত্যুঞ্জয় আঢ্য কৃর্তক ইউনিয়ন আওয়ামীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদে বিশেষ বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৯নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিককে মারপিটে লাঞ্ছিত করার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার (১৬ এপ্রিল) সকালে ব্রক্ষরাজপুর ডিবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বার্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য এস.এম. শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, এনছান বাহার বুলবুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলাউদ্দিন।
বক্তারা বলেন, সাবেক ছাত্রদলের ক্যাডার মৃত্যুঞ্জয় বর্তমানে স্বেচ্ছাসেবকলীগের সাথে যুক্ত হয় কিভাবে? যখন বাবু নিলীপ কুমার মল্লিককে মারা হলো আপনার কেন সাথে সাথে প্রতিবাদ করেনি? দলে হাইব্রিড ঢুকে গেছে। কিভাবে ছাত্রদলের ক্যাডার হয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে উঠাবসা করে।
বিশেষ বার্ধিত সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রদলের সাবেক ক্যাডার মৃত্যুঞ্জয়কে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে আজীবন তার কোন জায়গা দিবো না।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিককে মারধর ও লাঞ্ছিত করায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।