এ বি সিদ্দিক দেবহাটা (সাতক্ষীরা):- দেবহাটায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলেন ভাতশালা গ্রামের আব্দুল হক বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস(৩৩) ও রত্নেশ্বরপুর গ্রামের মহিনি বিশ্বাসের ছেলে শ্রী শ্যামা বিশ্বাস(২০)। অভিযানে অংশ নেন এসআই শরিফুল ইসলাম, এএসআই আব্দুর রহিম গাজীসহ সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য যে, হোসেন বিশ্বাস দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান ও মাদক পারাপার সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছিল। কয়েক দিনের ব্যবধানে পুলিশ, র্যাব ও বিজিবির অভিযানে হোসেনের মাদককের চালান সহ সহযোগীরা আটক হয়। তার কয়েকদিন যেতে না যেতে হোসেন বিশ্বাসকে আটক করেছে পুলিশ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হোসেন সীমান্তের গডফাদার হিসাবে অপকর্ম পরিচালনা করে আসছে। তাকে জিজ্ঞাসাবাদে নেওয়া হলে বেরিয়ে আসবে নানা চাঞ্চল্যকর তথ্য। অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, মাদক বিরোধী অভিযান পরিচালন কালে দক্ষিন পারুলিয়া এলাকা থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Check Also
দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরের …