ফকিরহাটে ভূমিহীন ও গৃহহীন ৮০ পরিবার পেল জমি ও ঘর

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন ৮০টি পরিবার পেয়েছেন জমি, গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহ প্রদান এবং শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৮০ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি ছিলেন বাগেরহাট এডিসি (রেভিনিউ) মো. শাহিনুর জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মী, উপকোরভোগী পরিবার উপস্থিত ছিলেন।

জমি ও ঘর পেয়ে উপকারভোগী সকলে আনন্দিত ও প্রধানমন্ত্রীর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন, এখন থেকে সারদিন কাজ করে নিজ গৃহে বসবাস করতে পারবেন। রোদ-বৃষ্টি ঝড়ে তাদের আর অন্যের বাড়ীতে আশ্রয়ের জন্য যেতে হবে না।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা বলেন, সরকার মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের অসহায় ভুমিহীন ও বাস্তহারা পরিবারের মাথা গুজার ঠাঁই হিসেবে টেকসই বাড়িঘর নির্মাণ করার উদ্যোগ নেয়। এরই আলোকে ফকিরহাটে তৃতীয় দফায় আরো ৮০টি পরিবার পেলেন জমিসহ পাকা বাড়ি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকার এই উদ্যোগ গ্রহন করেছেন। তার‌ই ধারাবাহিকতায় এবার তৃতীয় পর্যায়ে ফকিরহাটে অসহায় ভূমিহীন ও গৃহহীন ৮০ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।