নিজস্ব প্রতিনিধি: সীমান্ত পেরিয়ে ভারত থেকে আসা শহরের কদমতলা বাজার থেকে ২১জন রোহিঙ্গা উদ্বার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সদস্যরা তাদেরকে উদ্ধার করে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে বৈকারী থেকে আসা ৬ জন নারী, ৪ জন পুরুষ ও ১১ জন শিশুসহ মোট ২১ জন সন্দেহ ভাজন রোহিঙ্গারা মোটর ভ্যানে কদমতলা বাজারে এসে নামে। এরপর আবুল হোসেন স্টোর নামের একটি দোকানের পাশের ছাউনি চালের নিচে তারা আশ্রয় নেয়। একপর্যায়ে স্থানীয় এক সাংবাদিক খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশের সংবাদ দেয়। এরপর সদর থানার পুলিশের এসআই শফিউল আলম পুলিশের ফোর্স নিয়ে কদমতলা বাজারে আসেন। তবে এসআই শফিউল আলম তাদেরকে উদ্ধার না করে চলে যান। পরে সাতক্ষীরা র্যাব-৬, এর সদস্যরা খবর পেয়ে কদমতলা বাজার থেকে ২১ জন রোহিঙ্গাকে উদ্ধার করে নিয়ে যান বলে স্থানীয়রা জানান। তবে এ ব্যাপারে র্যাব-৬ এর সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।