রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার হুশিয়ারি দিয়েছেন, বাইরের কোনো দেশ যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে তাহলে রাশিয়ার পক্ষ থেকে দ্রুত গতিতে জবাব পাবে।
সেন্ট পিটার্সবার্গে আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন জানান, রাশিয়ার নিরাপত্তার ওপর আঘাত আসলে কিভাবে জবাব দেওয়া হবে তার সব ঠিক করা হয়ে গেছে।
পুতিন হুশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনে যা হচ্ছে তা নিয়ে যদি বাইরের কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাহলে তাদের জেনে রাখা ভালো রাশিয়ার জবাব হবে ক্ষীপ্রগতির।
এরপর পুতিন জানান তাদের কাছে এমন অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। তিনি জানান এসব অস্ত্র নিয়ে রাশিয়া শুধু গর্ব করবে না। প্রয়োজন হলে সেগুলো ব্যবহারও করবে।
এ ব্যাপারে পুতিন বলেন, আমাদের সব অস্ত্র আছে যেগুলো নিয়ে অন্য কেউ গর্ব করতে পারবে না। কিন্তু এই অস্ত্রগুলো নিয়ে আমরা শুধু গর্ব করব না, প্রয়োজন হলে ব্যবহারও করব। তাদের এটি জেনে রাখা উচিত।
সূত্র: বিবিসি, আল জাজিরা