ইউক্রেনের মারিউপোলে অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানা ছেড়ে চলে গেছে প্রায় ২০ জন বেসামরিক মানুষের একটি দল। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরের ওই অংশটি এখনও ইউক্রেনীয় সেনাদের দখলে রয়েছে। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বিস্তীর্ণ শিল্প এলাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়ার পর এই প্রথম বেসামরিক মানুষের সেখান থেকে সরানো হলো।
ওই স্টিল কারখানার ভেতরে আটকে পড়া এক হাজার বেসামিরক মানুষদের সরিয়ে নিতে এখনো আলোচনা চলছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া আক্রমণ জোরদার করছে বলে জানা গেছে।
এক সপ্তাহেরও বেশি আগে মারিউপোল দখলের ঘোষণা দেওয়ার পর পুতিন তার সৈন্যদের বলেছিলেন, এই শিল্প এলাকাটি অবরুদ্ধ করে দিন যাতে একটি মাছিও পালাতে না পারে।
আজভ সাগরের তীরবর্তী শহর মারিউপোলের পুরো দখল নেওয়াটা রুশ বাহিনীর জন্য একটি কৌশলগত বিজয়। কারণ মারিউপোলের নিয়ন্ত্রণ নেওয়ার ফলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্বের ডনবাস অঞ্চল হয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চালীয় ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার করিডর স্থাপন সহজ হবে। এর ফলে নিজেদের বেশিরভাগ উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ হারাবে ইউক্রেন।