দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সাতক্ষীরায় যথা সময়ে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত

আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা:  যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সাতক্ষীরাসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে মহামারি করোনা ভাইরাস। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে  জেলার বেশির ভাগ  ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিঃ, কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭টা, সাতক্ষীরা স্টেডিয়াম সকাল ৭.৪৫মিঃ, পুলিশলাইন্স মাঠে ৭.৩০মিঃ, পলাশপোল গুড়পুকুর ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৬.৩০মিঃ, এবং দ্বিতীয় জামাত সকাল ৭.৩০মিঃ, পাওয়ার হাউজ জামে মসজিদ সকাল ৭.৩০মিঃ, বাস টার্মিনাল আমিনিয়া জামে মসজিদ সকাল ৭.৪৫মিঃ, মধু মোল্লার ডাঙ্গী জামে মসজিদ সকাল ৭.৩০মিঃ, বায়তুল ফালা জামে মসজিদ রসুলপুর গোরস্থান মোড় সকাল ৭.৩০মিঃ, রসুলপুর পশ্চিমপাড়া জামে মসজিদ সকাল ৮টা, নারকেলতলা বীজ ভবন চত্বরে সকাল ৮টা, পশ্চিম পলাশপোল আতিয়া জামে মসজিদ সকাল ৭.১৫মিঃ, সুলতানপুর জামে মসজিদ সকাল ৮টায়, ইটাগাছা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসা ময়দান সকাল ৮টায়, শহীদ আঃ রাজ্জাক পার্ক আহলে হাদীসের জামাত সকাল ৭.১৫মিঃ, সাতক্ষীরা শহর জমঈয়তে আহলে হাদীসের ঈদ জামাত পিএন স্কুল ক্যাম্পাস সকাল ৭.৪৫মিঃ, মিয়াসাহেবের ডাঙ্গা বায়তুল ফালাহ মসজিদে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা নুর হোসেন। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দান সকাল ৮টায়, বাঁকাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৯টায়, নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টা, বৈকারী শিকড়ী ঈদগাহ ময়দান সকাল ৭টায়, কাথন্ডা পান্তিপাড়া ঈদগাহ ময়দান সকাল ৭.১৫মিঃ, ঘোনা কাথন্ডা ঈদগাহ ময়দান সকাল ৮টা, মীরগীডাঙ্গা স্কুল ঈদগাহ ময়দান সকাল ৮টা, কালিয়ানী ছয় ঘরিয়া ঈদগাহ ময়দান সকাল ৮টা, শাকদাহ ঈদগাহ ময়দান সকাল ৮টা, আলীপুর দিঘীর পাড় ঈদগাহ ময়দান সকাল ৮টায়, কোমরপুর মোল্ল্যা পাড়া ঈদগাহ ময়দান সকাল ৮টা, বহেরা পুরাতন জামে মসজিদ সকাল ৮টায়, বহেরা ভাটা ঈদগাহ ময়দান সকাল ৮.৩০মিঃ, বেজোর আইট জামে মসজিদ সকাল ৮টায়, কুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টায়, পাক রওজা শরীফ সংলগ্ন ঈদগাহ ময়দান সকাল ৮.৩০মিঃ, মধ্য আটারই শেখ ও মোড়ল পাড়া ঈদগাহ ময়দান সকাল ৮টা, ছাতিয়ানতলা দওবানা দেবনগর সম্বলিত ঈদগাহ ময়দান সকাল ৭.৩০মিঃ। প্রতাপনগর বিভিন্ন স্থানে ঈদের জামাত ঃ প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮.৩০মিঃ, প্রতাপনগর ফুলতলা ঈদগাহ ময়দান সকাল ৮টায়, বুড়ি কাহডনিয়া বিশ্বাস বাড়ী জামে মসজিদ সকাল ৭.১৫মিঃ, নাকনা শেখ কাজী পাড়া জামে মসজিদ সকাল ৭.৩০মিঃ, কল্যানপুর ঈদগাহ ময়দান সকাল ৮টায়, কল্যানপুর সানাবাড়ী দারুস সালাম জামে মসজিদ সকাল ৮টা, নাকনা গাজীর দরগাহ ঈদগাহ ময়দান সকাল ৮.৩০মিঃ, সুভদ্রকাটি ঈদগাহ ময়দান সকাল ৮টায়, বর্ণতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭.৩০মিঃ, শোভনালী ইউনিয়নের বসুখালী পশ্চিম পাড়া জামে মসজিদে ঈদের জামাত ৮.৩০মিঃ। আহলে হাদীছের ঈদের জামাতের সময় সূচী ঃ আখড়াখোলা, রাজনগর, মকন্দপুর, আলিপুর বুড়িপুকুর কান্দা, ঘোনা কাজী পাড়া, বাঁশদহ বাজার, সকাল ৮টায়, মাহমুদপুর সাদেকের আমতলা, ভাটপাড়া মোচড়া, দেবনগর, দত্তবাগ- ৮.৩০মিঃ। কলারোয়া প্রধান জামাত ঃ কলারোয়া সরকারী কলেজ ময়দান চান্দা, সোনাবাড়ীয়া বাজার ভাদিয়ালী- ৭.৩০মিঃ, রাজপুর মাদ্রাসা লাউডুবি, কোমরপুর, দাঃ ভাদিয়ালী, ঝাপাঘাট, ও মুরারি কাটি- ৮.৩০মিঃ। তালা উপজেলা ঃ মাকিহার, বাটরা, ধানদিয়া, নগরঘাট, পাটকেলঘাটা, শাকদাহ ঈদগাহ ময়দান, চুকারকান্দা, পাঁচপাড়া, মিঠাবাড়ী সকাল ৮টায়। শ্যামনগর উপজেলা ঃ আটুলিয়া, ও চরের বিল ৮.৩০মিঃ, দেউলদিয়া ভুরুলিয়া- ৮টায়, কালিগঞ্জ, কাকশিয়ালা প্রাইমারী স্কুল ময়দান- ৭.৩০মিঃ। নূরনগর ঃ সকাল ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হাবিবপুর মসজিদ আল সাহেবুজ্জামান (শিয়া মসজিদ) ঈদগাহ ময়দান ও চাউলিয়া জামে মসজিদ ঈদগাহ ময়দান, দুরমুজখালী মধ্যপাড়া বাইতুন নুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে। সকাল ৭.৩০ মিনিটে নুরনগর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দান, রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দান, কুলতলী গাজী পাড়া ঈদগাহ ময়দান, কাটাখালী ঈদগাহ মাঠ, দক্ষিণ হাজীপুর ঈদগাহ ময়দান, রামজীবনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দান, কাটাখালী উত্তর পাড়া ঈদগাহ ময়দান, দুরমুজখালী উত্তরপাড়া সরদারবাড়ী ঈদগাহ মাঠে, কুলতলী মোল্লা পাড়া ঈদগাহ ময়দান, টাউন পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, হাবিবপুর উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, হাবিবপুর হাজী আহম্মদ আলী মাদ্রাসা ময়দান, মানিকপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠ, দুরমুজখালী বিজিবি ঈদগাহ ময়দান, উত্তর হাজীপুর ঈদগাহ ময়দান, হাবিবপুর হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, ভবাণীপুর ঈদগাহ ময়দান, কুলতলী বিজিবি ক্যাম্প ঈদগাহ ময়দান। সকাল ৭.৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে হাবিবপুর উওর পাড়া বাইতুন নুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে, মানিকপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে রামচন্দ্রপুর ঢালীবাড়ী ঈদগাহ ময়দান, দুরমুজখালী দক্ষিনপাড়া জামে মসজিদ ঈদগাহ সংলগ্ন মাঠ, মানিকপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দান, পাইকামারী ঈদগাহ ময়দান। উল্লেখ্য আবহাওয়া বিরূপ থাকলে স্ব স্ব এলাকার মসজিদ গুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কালিগঞ্জ উপজেলা ঃ প্রধান প্রধান জামাত সমূহঃ উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টা, বাজারগ্রাম ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মহৎপুর গোরস্থান ঈদগাহ ময়দানে সকাল ৮টা, সাব-রেজিষ্ট্রী অফিস জামে মসজিদে সকাল ৮.৩০টা ও থানা জামে মসজিদের ঈদের নামাজ সকাল ৮টায় থানা চত্বরে অনুষ্ঠিত হবে। অন্যান্য জামাত সমূহ-বড়শিমলা কারবালা ঈদগাহ ময়দানে ৮.৪৫ মিনিট,পশ্চিম নারায়নপুর জামে মসজিদে ৮টা, ওয়াপদা জামে মসজিদে সকাল ৮টা, বাস টার্মিনাল জামে মসজিদে সকাল ৮টা, কাঁকশিয়ালী জামে মসজিদে সকাল ৮.৩০টা, শীতলপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০টা, বসন্তুপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০টা এবং হযরত খান বাহাদুর আহছানউল্যাহ (রঃ) এর পূণ্যভূমি নলতা শরীফ মাহাফিল মাঠে উপজেলার সর্ব বৃহৎ ঈদের জামাত সকাল ৮.৩০টায় অনুষ্ঠিত হবে। কাদাকাটি কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদ সকাল ৮টা, কাদাকাটি বাজার জামে মসজিদ সকাল ৮টা, আরার ঈদগাহ ময়দান সকাল ৮.৩০টা, গোবিন্দপুর জামে মসজিদ ৮.১৫টা। প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিট। নাকনা শেখ কাজী পাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে। কুড়িকাহুনিয়া বিশ্বাসবাড়ী জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৭.১৫ মিনিটে। কল্যাণপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। কল্যাণপুর সানাবাড়ী দারুচ্ছালাম জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। নাকনা গাজীর দরগাহ ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে। সোনাতনকাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। বন্যাতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ টায়। ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তার পরিবারের সদস্য এবং কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপ্রধান তার পরিবারের সদস্য এবং কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করেন।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয়নি। শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও এবার অনুষ্ঠিত হয়নি। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত এবার বায়তুল মোকাররম মসজিদেই অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামাতেই মসজিদে মুসল্লিদের ভিড় ছিল লক্ষণীয়।

বায়তুল মোকাররমে প্রথম জামাত হয় সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

প্রত্যেকটি জামাতেই দক্ষিণ গেট দিয়ে মুসল্লিদের সারি ধরে আর্চওয়ে দিয়ে মসজিদে প্রবেশ করতে দেখা গেছে। মসজিদের গেটে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে হাত ধোয়া ও হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা ছিল। মসজিদ কর্তৃপক্ষ মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন।

প্রতিটি জামাত ও খুতবাহ শেষে মুনাজাতের সময় আবেগে আপ্লুত মুসল্লিরা চোখের জলে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চান। করোনা দূর করে স্বাভাবিক জীবনের জন্য আল্লাহর কাছে আর্জি জানান তারা। মুনাজাতে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। তবে ঈদের নামাজ শেষে মুসল্লিদের কোলাকুলি ও হাত মেলানোর চিরাচরিত চিত্রটি নেই। নামাজ শেষে যে যার মতো বেরিয়ে গেছেন।

এদিকে রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে পরপর ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এরপর আরও দুইটি জামাত অনুষ্ঠিত হয়।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সকাল ৮টায় তিনি পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতে অংশ নেন। দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ কারী হাবিবুর রহমান মেশকাত।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, সামাজিক সুরক্ষা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। বাসস

নামাজের জামাতের ভিডিও

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।