খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী গ্রামের ব্রাক অফিস এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মৃতদেহটি ফেলে রাখা বৈদ্যুতিক খুটির নিচে ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (০৮ মে) সকালে ওই পথ দিয়ে পথচারীরা যাতায়াতের সময় দুর্গন্ধ টের পায়। দুর্গন্ধের কারন খুজতে যেয়ে দেখতে পায় মহাসড়কের পাশে রাখা বৈদ্যুতিক খুটির নিচে ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ। পরে ফকিরহাট মডেল থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির গায়ে লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি পরিহিত ছিল।
ফকিরহাট মডেল থানার এস আই বিল্লাল ভুইয়া বলেন, উদ্ধার হওয়া মৃতব্যক্তি খুলনা জেলার দাকোপ উপজেলার উড়াবুনিয়া গ্রামের নারায়ন চন্দ্র মন্ডল। সে উক্ত গ্রামের মৃত সুধীর মন্ডলের পুত্র। তিনি পেশায় একজন তরমুজ চাষি। মৃতের মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা গেছে।
এদিকে মৃতের পুত্র কৌশিক মন্ডলের বরাত দিয়ে তিনি আরো জানান, গত ৫ মে সকালে তরমুজ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। এরপর আর বাড়িতে ফেরেনি।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে মৃতদেহটি ২/৩দিন ধরে এখানে পড়ে ছিল। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে।