৮ই মেরেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২২ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : “মানবতার শক্তিতে বিশ^াস রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮ই মে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ নুরুল হক’র সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মানবসেবার এক অনন্য প্রতিষ্ঠান। যুদ্ধে আহতদের সেবার মহানব্রত নিয়ে হেনরি ডুন্যান্ট কর্তৃক ১৮৬৩ সালে গঠিত এ সংগঠন আজ সারাবিশ্বে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। কোথাও রেড ক্রস, কোথাও রেড ক্রিসেন্ট নামে এর কর্মীরা আজ দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধকালীন এবং সদ্যস্বাধীন যুদ্ধবিধ্বস্থ দেশে এ সংগঠনটি যুদ্ধাহত মানুষের পাশে থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশে দুর্যোগকালীন অসহায় ও দুঃস্থ মানুষের কাছে তাদের সেবা পৌঁছে দিয়ে দেশবাসীর প্রসংসা কুড়িয়েছে। দেশের দুর্যোগ প্রবণ এলাকার মানুষদের সক্ষমতা অর্জনে এ সংগঠনটি যেসব কর্মসূচি গ্রহণ করেছে তা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্য্যকরী কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, জ্যোৎ¯œা আরা, মো. রাশেদুজ্জামান রাশি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উপপরিচালক এ.এস আক্তার, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, যুব প্রধান ভারপ্রাপ্ত মো. ইলিয়াস হসেন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের অফিস সহকারি কামরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্য ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।