উত্তাল শ্রীলংকা, সংঘর্ষে সরকারদলীয় এমপি নিহত

শ্রীলংকায় সরকার বিরোধী বিক্ষোভ ক্রমশই খারাপ হচ্ছে। পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কায় সোমবার দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে পদত্যাগ করেন।

আর এদিন সরকার বিরোধী আন্দোলনে অমরকীর্থী আঠুকোরলা নামে একজন সরকারদলীয় একজন এমপি নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার শ্রীলংকার নিতাম্বুওয়া শহরে সরকার দলীয় এমপি অমরকীর্থী আঠুকোরলার গাড়ির সামনে পথ আটকে বিক্ষোভ করছিল কিছু লোক।

এসময় তাদের দিকে গুলি ছোড়েন অমরকীর্থী, এতে অন্তত দুজন গুরুতর আহত হন। এরপর পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি কিভাবে নিহত হন সে বিষয়টি এখনো জানা যায়নি।

 

এদিকে গত কয়েকদিন ধরে শ্রীলংকায় অর্থনৈতিক মন্দা চলছে। বর্তমানে দেশটি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় ধীরে ধীরে দানা বাঁধছিল সরকার বিরোধী বিক্ষোভ।

সোমবার এদিন দেশটিতে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সূত্রপাত হয় মূলত মাহিন্দ্র রাজাপাকসের সমর্থকদের মাধ্যমে। তারা সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে তার সমর্থনে অবস্থান নেন।

এরপর তারা বাসভবনের সামনে আগে থেকে অবস্থানরত সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা করেন। আর এরপরই শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ।

জানা গেছে এ সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংঘর্ষের পর কলম্বোতে তাৎক্ষণিকভাবে কার্ফিউ জারি করা হয়।

 

সূত্র: এনডিটিভি

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।