মোঃ আল-আমিন,বেনাপোল প্রতিনিধি:
দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল এর প্রাচীনতম ব্যাবসায়িক সংগঠন সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক নির্বাচন কে ঘিরে জমজমাট নগরী।দুই প্যানেলে নবীন প্রবীণ সমন্বয়ে লড়ছে ৩৮ জন ব্যবসায়ী প্রার্থী। যাদের সকলেই ইতিমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষিত হয়েছেন।
শামসুর রহমান-মধু-লতা সমমনা পরিষদ আনারস মার্কার বিপরীতে ছাতা মার্কা নিয়ে লড়ছে সজল-ভারত-ফজলু ঐক্য পরিষদ। আগামী ৩০ মে ভোট যুদ্ধ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। ইতিমধ্যে নির্বাচন কে কেন্দ্র করে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়ও।
চলছে পক্ষে বিপক্ষে প্রচারণা।
এবারের নির্বাচনে বেনাপোল সহ দেশের ৭২৪জন্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়।ক্রাইম বার্তার কে নাম প্রকাশে অনিচ্ছুক এক জন ভোটার জানায় “প্রত্যেক প্রার্থী নানা ধরনের প্রতিজ্ঞা করে তবে ভোটের পরে করো খোঁজ পাওয়া যায় না”।
সজল-ভারত-ফজলু ঐক্য পরিষদের পক্ষ থেকে ভোটারদের উদ্দেশ্যে বলা হয় “আমরা লড়ছি বেনাপোল সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন এর ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে”।
দীর্ঘ দিন নির্বাচন না হওয়ায় এবার ভোটারদের এবং সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এ নির্বাচন। নির্বাচনী হওয়ায় বদলে যেতে পারে বন্দরের পরিবেশ যোগ্য প্রার্থী নির্বাচিত হলে বাড়তে পারে আমদানি রপ্তানি মতামত সুধিজনদের।