মোঃ আল-আমিন,বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে গ্রেপ্তার নিজেকে এন এস আই এর ফিল্ড অফিসার পরিচয় দেয়া আরিফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি।
আটক আরিফুল ইসলাম ঝিনাইদা শ্রীপুর থানাধীন বরালিদহ গ্রামের আবু জাহিদ এর ছেলে। রোববার ১৫ ই মে সকাল 9 টায় বেনাপোল ইমিগ্রেশন এর ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পাসপোর্ট নাম্বার BT0698644
ইমিগ্রেশন সূত্র থেকে ক্রাইম বার্তা কে জানানো হয় প্রথমে এক পাসপোর্ট যাত্রীর নিজেকে এন এস আই ফিল্ড অফিসার পরিচয় দেন। এরপর বলেন আমি ঢাকা থেকে এসেছি এবং সেগুনবাগিচায় কর্মরত আছি। এখন ভারতে যাব।
এসময় ডেস্ক অফিসার তার জিও লেটার দেখতে চাইলে সে দেখাতে পারেন। বিষয়টি ইমিগ্রেশন ওসি জানতে পারলে তাকে প্রাথমিক জেরা করে। এবং সন্দেহজনক মনে হলে স্থল বন্দরের কর্মরত এনএসআই অফিসার কে খবর দিলে তারাও আর কথায় অসঙ্গতি খুঁজে পায়।
জেরার একপর্যায়ে আরিফুলের স্ত্রী এবং শ্বশুর এর সাথে মুঠোফোনে কথা বললে তারা আরিফুলকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসআই বলে দাবি করেন।
এ সময় আরিফুলের দাবি মিথ্যা প্রমাণিত হলে ইমিগ্রেশন ওসি তাকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
আরিফুলকে আটকের এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল উদ্দিন ভূইয়া জানান আটককৃত ভুয়া এনএসআই আরিফুলকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।