শাহীন আলম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন রক্তিমার সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের (স্নাতক) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসাইন আদনান এবং উন্নয়ন অধ্যায়ন বিভাগের (স্নাতক) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শৈবাল নন্দী হিমু’কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (২২ মে) রক্তিমার উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে উম্মে হাবিবা হ্যাপি ও কাজি মাহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জ্বীম, সহ-সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি কর্মকার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও সহ-প্রচার সম্পাদক হিসেবে রোহিনী বিশ্বাসকে মনোনীত করা হয়েছে।
সভাপতি মোয়াজ্জেম হোসাইন আদনান বলেন, আমাকে এই মহান দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের উপদেষ্টা’সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্তিমার কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবো। সকলের সহযোগিতায় রক্তিমা বহু দূর এগিয়ে যাবে।
প্রসঙ্গত, রক্তিমা সংগঠনটি ২০১৭ সালে ইবিতে যাত্রা শুরু করে। যাত্রার পর থেকে সংগঠনটি রক্ত সংগ্রহ ও দান বিষয়ক কর্মসূচি গ্রহণ করে আসছে।