তোমার উত্তর হস্তে হিমালয়
দক্ষিণে সুন্দরবন
নীল ঊর্মিমাখা সমুদ্র
জলমৃত্তিকায় ভাঙাগড়ার কোলাহল
রুদ্ধস্বর মায়াবী কণ্ঠ জুড়ে।
তোমার নয়নমূলে দরিয়ার উতলা ঢেউ
উষ্ণতা বক্ষ জুড়ে
যেনো মরু লু হাওয়ায় ভেজা বালুচর
হৃদয়ের দামাল জোয়ার ভাঙে খেলাঘর
মনে হয় ছিঁড়ে ফেলি-
আয়েশী রাতের ভাঁজ
মরিচীকা ভরা মখমল অবসাদ।
রাশি রাশি স্বর্ন রত্ন শস্যের মায়াজালে
চিরসুখ ছেড়ে ক্ষণিকের মুসাফির
চিত্তের বৃত্তে ঘুরি ঘুর্ণিপাকে।
একদিন তোমার খোঁজ পাবে না
আমার নিথর শিতল দেহ
সেদিনও চোখ বুজে দেখবো-
তুমি-আমি ছিলাম বাহুডোরে
মায়ার মাটিতে।
ভীষণ বদলে যাবে সব-
বন্ধুদের উষ্ণ অনুরাগ
তোমার লাল ঠোঁটে কাজলের জল
— এরপর বহু বহু কাল পরে
আবার দেখা হবে –
সবুজ শালিকের বেশে
উদ্যান সরোবরে।