আজ ২৪ মে। শেখ আবুল কাসেম মিঠুনের ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালে তিনি ইন্তেকাল করেন।
শেখ আবুল কাসেম মিঠুন ছিলেন চলচ্চিত্রের অভিনেতা। ইসলামী আদর্শের দাওয়াত পেয়ে সেই পঙ্কিল জগত থেকে নিজেকে সরিয়ে নেন।
২০০০ সালে তিনি সিনেমার অভিনয় থেকে সরে আসেন। তারপর তিনি স্ক্রিপ্ট রাইটার ও গীতিকার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন। শিশুদের নিয়ে দিগন্ত টেলিভিশনে করা তার অনুষ্ঠানটিও ছিল জনপ্রিয়। অভিনয় থেকে সরে আসলেও শেখ আবুল কাশেম মিঠুন আজীবন সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত ছিলেন। কবি মতিউর রহমান মল্লিক-এর মৃত্যুর পর শেখ আবুল কাশেম মিঠুন ‘বাংলাদেশ সংস্কৃতিক কেন্দ্র’র হাল ধরেন। তিনি ছিলেন এই সংগঠনের উপ-পরিচালক।
মহান রাব্বুল আলামিন তার প্রচেষ্টাগুলো কবুল করুন। তাঁকে সম্মানিত করুন।