খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ইট বোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের আরেক যাত্রী।
বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর পাশে চিংড়ি গবেষণা কেন্দ্র ও মেরিন একাডেমির সামনে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০)। এবং কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান(৪২)। তিনি ভ্যানের চালক ছিলেন। আহত আরেক যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেশমী বেগম নামের একজন ঘটনাস্থলে নিহত হন।
গুরুতর আহত দুইজনকে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক সালামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, এ ঘটনার পর থেকে ট্রলিচালক পলাতক। নিহতদের মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।