আবু সাইদ, সাতক্ষীরা ঃ বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী সুন্দরবনের কালিন্দি নদী থেকে মঙ্গলবার সকালে রিভারাইন বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযানে চারটি ভারতীয় গরু ও দুটি নৌকাসহ ১২ বাংলাদেশীকে আটক করেছে। অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় এসব বাংলাদেশীকে ও ভারত থেকে নিয়ে আসার সময় গরুগুলো আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরকিদের শ্যামনগর থানায় ও নৌকাসহ গরুগুলোকে বসন্তপুর কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। এঘটনায় রিভারাইন বিজিবি কৈখালী ক্যাম্পের পক্ষ থেকে শ্যামনগর পৃথক দুটি মামলা করা হয়েছে। আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার সাহেবখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তানভীর হোসেন(২৪), বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আজমত শেখের ছেলে আজিম শেখ (৩০), আজিমের স্ত্রী মোছাঃ হালিমা (২৫), কেসমতছড়া গ্রামের মৃত মজিদ শেখের রাশিদা বেগম (৭০), কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের মৃত খানজাহান সিকদারের স্ত্রী তুলি বেগম (৬০), ছেলে এনামুল সিকদার (১৯) ও আলআমিন সিকদার (৩০), আলআমিনের স্ত্রী আছিয়া বেগম (২২)। এসময় তাদের সাথে থাকা অপর চার শিশুকে পিতা-মাতার সাথে আটক করা হয়। রিভারাইন বিজিবি’র নায়েক সুবেদার কাওছার কাজী জানান, মঙ্গলবার সকালে কালিন্দি নদী থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তবর্তী নদী থেকে চার শিশুসহ ১২ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এদিকে মঙ্গলবার ভোররাত চারটার দিকে হাবিলদার এনামুল হকের নেতৃত্বে অপর অভিযানে ভারতীয় চার গরু জব্দ করে কৈখালী রিভারাইন বিজিবি সদ্যসরা। এসময় চোরাচালানচক্রের সদস্যরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় চারটি গরুসহ ২ নৌকা জব্দ করে মঙ্গলবার দুপুরে বসন্তপুর কাষ্টমসে জমা দেয়া হয়। এসব ঘটনায় শ্যামনগর থানায় বিজিবির পক্ষ থেকে দুটি পৃথক মামলা করা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বিজিবির মামলার পর আটক ১২ বাংলাদেশীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …