আবু সাইদ বিশ্বাসঃ খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেলের সাথে সংঘর্ষে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন নিহত হয়েছে।
বুধবার (১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার খলিসখালীর মঙ্গলানন্দকাটি গ্রামের হাকিম শেখের ছেলে আলী ওসমান বাচ্চু ও খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক।
আলী ওসমান একটি ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটেটিভ এবং আবুল খালেক গাছ কাটা শ্রমিক ছিলেন।
নিহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার এস আই মো: শফিক বলেন, সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি বাস সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার পিসিএফ ইন্ডাস্ট্রিজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। তখন বাসের একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১১। আহতদের মধ্যে ৩ জন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও ৮ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।