প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা 2022 এর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে সাতক্ষীরাতে

প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা 2022  এর প্রস্ততি ও প্রশিক্ষণের অংশ হিসাবে উপজেলা শুরারি সমন্বয়কারী , জোনাল অফিসার ও আইটি, সুপারভাইজারগণের সম্পন্ন হয়েছে জেলা পরিসংখ্যান অফিসে আজ । আগামী 15 জুন থেকে শুরু এবং 21 জুন 2022 পর্যন্ত। সারাদেশ ব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা 2022 শুরু। তারাই ধারাবাহিকাতায় সাতক্ষীরা পরিসংখ্যান অফিস, সাতক্ষীরাতে ও প্রশিক্ষণ শুরু হয়। জেলা কার্যালয়ে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর  উপজেলা শুরারি সমন্বয়কারী , জোনাল অফিসার ও আইটি, সুপারভাইজারগণের 04 দিনব্যাপী ট্রেনিং শুরু হয় গত 30 মে 2022 তারিখ থেকে মাষ্টার ট্রিইনার জনাব মোঃ বছির উদ্দিন, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জেলা পরিসংখ্যান অফিস, সাতক্ষীরা প্রশিক্ষণ প্রদান করেন।তিনি অত্যান্ত জ্ঞান গর্ভা দক্ষতা ও সফলাতর সহিত প্র্রশিক্ষণ প্রদান করেছেন বলে জানিয়েছেন আইটি সুপারভাইর মীর শাহরিয়ার। প্রশিক্ষনার্থী অনেক জোনাল অফিসার আরও বলেন যে, উপ-পরিচালক মহোদয় জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর বিষয় খুবই গুরুত্বর সাথে প্রশিক্ষণ প্রদান করেন এবং তিনি সবাইকে বার বার বলেছেন যে, কোন অবস্থাথেই জনশুমারির কোন তথ্য ভুল প্রদান করা যাবে না এবং কোন খানাকে (পরিবারকে) বাদ দেওয়া যাবে না। যার যার স্থান থেকে দায়িত্ব সঠিক ভাবে পালন করতে দিক নিদের্শনা প্রদান করেছন।সাথে সাথে স্থায়ীয় বিভিন্ন স্থরের প্রশাসন ও জনপ্রতিনিধি সহ সর্বস্থারের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি আর বলেন আগমী 15-21 জুন গননাকারীরা তথ্য গ্রহণের লক্ষে বাড়ি বাড়ি যাবে উক্ত সময় সকল প্রর্যায়ের তথ্য প্রদান পূর্বক জনশুমারি ও গৃহগণনা ২০২২ সফল করার আহবান করেছেন। এ সময় উক্ত প্রশিক্ষনে সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন জনাব আবু তালেব (উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা) সাতক্ষীরা সদর, এবং জনাব তাহের মাহমুদ সোহাগ (উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা) কলারোয়া, সাতক্ষীরা প্রমুখ।

Check Also

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসপিয়া খাতুন (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।