নিজস্ব প্রতিনিধি ঃ ভারতে পাচারকালে ট্রাকভর্তি ২৫ লাখ পিস জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের পাকাপুলের মোড় সংলগ্ন পাওয়ার হাউজের সামনে থেকে এ গুলো জব্দ করা হয়। তবে এ সময় পালিয়ে যায় ট্রাক চালক ও হেলপার।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ কুমার জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে করে বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ বড়ি সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের পাকাপুলের মোড় সংলগ্ন পাওয়ার হাউজের সামনে থেকে একটি ট্রাক আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার এ সময় পালিয়ে যায়। এ সময় ট্রাকের মধ্যে তল্লাশি চালিয়ে ২২টি কার্টুনে ২৪ লাখ ৬৪ হাজার বাংলাদেশী জন্মনিয়ন্ত্রণ বড়ি উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ ওই জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ করা হয়। আটককৃত বড়ির মূল্য আট লাখ টাকা।
তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানার সহকারি উপ-পরিদর্শক মনির হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ডি)/(১)(এ) ধারায় বৃহষ্পতিবার সকালে থানায় একটি মামলা (৩নং)দায়ের করেছেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …