আবু সাইদ, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে উপকূলের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। শিক্ষার্থী হুজাইফা আল-আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপকূলীয় বাসিন্দা সাংবাদিক মীর আবু বক্কর, এনআরবিসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ম্যানেজার শামীম রেজা, ব্যবসায়ী আব্দুস সাত্তার, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী হিজবুল্লার শরিফ, নাসির মাহমুদ, সিটি কলেজ শিক্ষার্থী মিয়ারাজ হোসেন। আরও বক্তব্য দেন সাংবাদিক ইয়ারব হোসেন, গাজী ফারহাদ, হোসেন আলী ও নাট্যকর্মী রবিউল ইসলাম শুভ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফান ও ২১ সালের ২৫ মে ঘূর্ণঝড় ইয়াসের আঘাতে উপকূল রক্ষা বেড়িবাঁধ ভেঙে ভিটেমাটি হারিয়ে বাঁধের ওপর বসবাস করছে দুইশ পরিবার। দুই বছরেও তাদের পুনর্বাসন বা ক্ষতি পূরণের ব্যবস্থা করা হয়নি। কোনো আশ্বাসও পায়নি এই পরিবারগুলো। আমরা এসব ভিটেমাটিহারা মানুষগুলোর পুনর্বাসনের দাবি করছি। আক্ষেপ প্রকাশ করে উপকূলের শিক্ষার্থীরা বলেন, জলবায়ু ফান্ডের অর্থায়নে এসব মানুষদের ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও তারা তা পান না। এসব পরিবার যেন নিরাপদ বাসস্থান পায়, সেজন্য প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …