অভয়নগরে পুনঃনির্মান হচ্ছে শুভরাড়ার লেবুগাতী ব্রিজ : ভোগান্তিতে পথচারী!

সব্যসাচী বিশ্বাস, অভয়নগর, যশোর :

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস শীর্ষক প্রকল্পের আওতায় ৬ কোটি ২ লক্ষ ৮৫ হাজার ৭৩ টাকা ব্যায়ে পুনঃ নির্মান হচ্ছে নওয়াপাড়া টু আমতলা সড়কের মাঝামাঝি শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী খালের উপর ৬০.০৫ মিটার দৈর্ঘের আরসিসি গার্ডার ব্রিজ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ (প্রা:) লি: এবং শামিম চাকলাদার (জেভি) যৌথ ভাবে কাজটি করছে। কার্যাদেশ অনুযায়ী উক্ত প্রকল্পের কাজ ১২ জানুয়ারি ২০২২ তারিখে শুরু করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে প্রায় ৫ মাস বিলম্বে মে ২০২২ সালে। খোজ নিয়ে জানা গেছে, কাজ শেষ করার কথা ৬ জুলাই ২০২৩ তারিখে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানের কাছে বিলম্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত জনবল লাগিয়ে আমরা মেয়াদের মধ্যেই ইন শা আল্লাহ কাজ শেষ করবো।

এদিকে জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম নওয়াপাড়া-শংকরপাশা টু আমতলা সড়কের মাঝে ব্রিজ নির্মান করতে গিয়ে প্রাইভেট মাইক্রোসহ সকল ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছোট ছোট যান চলাচলেও বিঘ্ন ঘটছে। ফলে জনদুর্ভোগ বেড়েছে। এলাকায় সাধারণ মানুষ দ্রুততম সময়ে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

প্রকল্প তাদারককারি কর্মকর্তা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো: সানাউল হক সাহেব জানিয়েছেন, জনদুর্ভোগের কথা চিন্তা করেই নির্ধারিত মেয়াদের মধ্যেই কাজটি শেষ করার তাগিদ দিয়েছি।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।