ইউপিতে আওয়ামীলীগ প্রার্থীকে জিতিয়ে দিতে আশাশুনি থানার সাবেক ওসিকে ২৬লক্ষ টাকার ঘুষ প্রদান(ভিডিও)

২৬ লক্ষ টাকা নিয়েও নৌকার প্রার্থীকে হারানোর অভিযোগ পাওয়া গেছে সদ্য বিদায়ী সাতক্ষীরা সদরের অফিসার ইনচার্জ গোলাম কবিরের বিরুদ্ধে। তিনি আশাশুনি থানার ওসি থাকাকালিন সময়ে এ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এস এম জাকির হোসেন।

যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী ওসি গোলাম কবির।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম জাকির হোসেন এ অভিযোগ করেছেন।
সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীক নির্বাচনে অংশগ্রহণ করি। ইউনিয়নটি ˜ীর্ঘদিন ধরে স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে ছিলো। আবারো আমাকে হারাতে স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত শুরু করলে উপায়ন্তর হয়ে তৎকালিন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবিরের সাথে যোগাযোগ করলে তিনি ৩০লক্ষ টাকা দাবি করেন। সে অনুযায়ী বিভিন্ন সময়ে সর্বমোট ২৬লক্ষ ২০হাজার টাকা ওসি গোলাম কবিরের কাছে প্রদান করি।

কিন্তু ভোটে আমাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়। পরে তার কাছে টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করতে থাকে।

এবিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়সহ বিভিন্ন দপ্তরে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান
তবে এবিষয়ে পুলিশ পরিদর্শক গোলাম কবির বলেন, আমি কোন টাকা নেয়নি। ফেসবুক লিংক 

ভিডিও

https://youtu.be/_X1S6KsnrZk

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।