ক্রাইমবাতা রিপোটঃ শ্যামনগরঃবিশ্ব পরিবেশ দিবস -২০২২ উপলক্ষে শ্যামনগরে ইয়ুথ এ্যাসোসিয়েশেনর উদ্যেগে বৃক্ষরোপণ
‘ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ ই জুলাই)শ্যামনগর মহাশিন কলেজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শ্যামনগর মহাশিন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল- প্রতাপ কুমার রায়।রসায়ন বিভাগের প্রধান- প্রফেসর পরিমল কৃষ্ন মন্ডল। অর্থনীতি বিভাগের প্রধান- প্রফেসর মিজানুর রহমান। ভুগোল বিভাগের প্রধান-প্রফেসর রেজাউল ইসলাম। শ্যামনগর উপজেলা ইয়ুথ এ্যাসোসিয়েশনের পরিচালক- সাইদী হাসান বুলবুল। সহ; পরিচালক – ইব্রাহিম খলিল। ক্রিয়া সম্পাদক – সাইফুল ইসলাম। এছাড়া- মোমিনুর রহমান, মিনার হোসেন, মাসুম বিল্লাহ, শাহিনুর রহমান ও অন্যান্যরা উপুস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন,শ্যামনগর মহাশিন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল- প্রতাপ কুমার রায়।
কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন বর্তমান সময়ের জন্য অপরিহার্য। তবে শুধুমাত্র পরিবেশ দিবসেই কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হয়, সারা বছর আমাদের আর কোন খোঁজ থাকে না। আমাদের মনে রাখতে হবে যে পরিবেশ বাঁচলেই আমরা বাঁচবো। তাই পরিবেশ রক্ষায় আমাদের সকলের সমন্বিত কার্যক্রম জরুরী।
তিনি আরো বলেন, পরিকল্পিত বনায়নের মাধ্যমে উপকুলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশের সুরক্ষায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।