মহানবীকে নিয়ে কটুক্তি, দেবহাটায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এ বি সিদ্দিক দেবহাটা (সাতক্ষীরা):- দেবহাটা প্রতিনিধি: বিশ্বমানবতার পথপ্রদর্শক বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ জানিয়ে দেবহাটায় শত শত মানুষের অংশ গ্রহনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০জুন) বিকেলে আসরের নামাজ শেষে পারুলিয়া সেড মসজিদ হতে বের হওয়া মিছিলটি সখিপুর সরকারি কেবিএ কলেজ মোড় প্রদক্ষিণ করে পারুলিয়া ফুটবল মাঠে সমাবেত হয়। এতে দেবহাটার বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লী, ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নিয়ে জনসমুদ্রে পরিণত করে। পরে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির মুখপাত্র নুপুর শর্মার উদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেওয়া হয়। বক্তব্যে বক্তরা বলেন, মানবতার মুক্তির দূত বিশ্ব নবীকে নিয়ে কোন রকম কটু কথা মেনে নেওয়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। দরকার হলে জীবন বিলিয়ে দিব,তবুও নবীজী (সঃ) এর অপমান মেনে নেওয়া হবে না। ভারতের নুপুর শর্মার বিচারের দাবি জানান উপস্থিত মুসলমানরা। আগামীতে আরও কর্মসূচি পালন করার কথা জানানো হয় সমাবেশে।

Check Also

দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।