দেবহাটা প্রতিনিধি :-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও সুশীলন বাস্তবায়নাধীন দেবহাটা এরিয়া প্রোগাম এর উদ্যোগে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন ২০২২ তারিখে শুরু হয়ে ০৯ জুন ২০২২ তারিখে দুইদিন ব্যাপি কার্যক্রম শেষ হয়। সভায় বিভিন্ন শ্রেনী ও পেশার প্রতিনিধি উপস্থিত থেকে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর সম্পাদিত ও চলমান কার্যক্রম এর পর্যালোচনা ও অগ্রগতি উপস্থাপন করেন এবং স্থানীয় কমিউনিটি ও অংশীদারদের অংশগ্রহনে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারন করা হয়। সুশীলন এর মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট মোঃ মামুন হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট নজির আহমেদ, স্পন্সরশীপ অফিসার হিরো গাইন, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার রাসেল আহমেদ সহ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নীলকান্ত মন্ডল, মিজানুর রহমান ও সাথী মেরী বাড়ৈ উপস্থিত ছিলেন।
Check Also
দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি
দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …