দেবহাটায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের দেশ এখন বিশ^ দরবারে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর যে ১০টি উদ্যোগ সেটি বিশে^র কাছে সম্মান বয়ে এনেছে। আশ্রয়ন প্রকল্প, শতভাগ বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এগুলো শুধু বঙ্গবন্ধু কন্যার পক্ষেই করা সম্ভব। তিনি সোমবার ১৩ জুন, ২২ ইং সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, আইডিয়াল পরিচালক কৃষিবীদ ডাঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সকল ইউপি চেয়ারম্যানগন, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, দেবহাটার দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমানসহ ইউপি সচিব ও ইমামগন। কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ে সকলের মতামত গ্রহন ও তা বাস্তবায়নের জন্য কাজ করা হবে বলে জানানো হয়।
Check Also
দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরের …