দেবহাটায় তৌহিদী জনতার আয়োজনে মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় তৌহিদী জনতার আয়োজনে মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জুন, ২২ ইং তারিখ বাদ আসর উপজেলার কুলিয়া শহীদ মিনার চত্বর থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক মেম্বর আওয়ামীলীগ নেতা নিজামুল হক মধু ও সাবেক প্রধান শিক্ষক এমাদুল ইসলামের নেতৃত্বে হাজারো নবী প্রেমিক জনতার উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিলটি বহেরা বাজার প্রদক্ষিন করে কুলিয়া স্যার আনসার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য সমাজসেবক নিজামুল হক মধু। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় বক্তারা মুসলমানদের হ্নদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বহিষ্কৃত দুই নেতার অবমাননাকর বক্তব্য, কটূক্তি ও ব্যঙ্গ করার কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদেরকে ফাসি দেয়ার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলিয়া এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম, আনারুল ইসলাম প্রমুখ।

Check Also

দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।