কুসিক নির্বাচনে জামায়াত সমর্থিত ২প্রার্থীর হ্যাট্রিকসহ ৩জন বিজয়ী

কুমিল্লা অফিস : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে  জামায়াত সমর্থিত ২ প্রার্থী টানা তৃতীয়বারে মত  ১ নং ওয়ার্ডে কাজী গোলাম কিবরিয়া মিষ্টি কুমড়া প্রতীকে, ৮নং ওয়ার্ডে একরামুল হক বাবু লাটিম প্রতীকে হ্যাট্রিক করেছেন এবং ১৯ নং ওয়ার্ডে রেজাউল করিম টিফিন ক্যারিয়ার প্রতীকে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে।

কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল দৈনিক সংগ্রামকে এই তথ্য নিশ্চিত করেন।

জানাযায়, নগরীর ভাটপাড়া বিষ্নপুর এলাকা নিয়ে গঠিত ১নং  ওয়ার্ডে কাজী গোলাম কিবরিয়া  টানা ৩ বারের মত মিষ্টি কোমড়া প্রতীকে নির্বাচিত হয়েছে।তিনি ৩৬৬ বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

নগরীর ঠাকুরপাড়া, টমচমব্রীজ এলাকা নিয়ে গঠিত ৮ নং ওয়ার্ডে লাটিম প্রতীকে একরাম হোসেন বাবু টানা ৩য় বারের মত

এদিকে নগরীর রাজাপাড়া ঢুলিপাড়া নেওড়া এলাকা নিয়ে গঠিত ১৯ নং ওয়ার্ডে রেজাউল করিম টিপিন ক্যারিয়ারে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন। তিনি ১৩৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন।তার নিকটমত প্রার্থী আলমগীর পেয়েছেন ১০০৪ ভোট।

কুসিক নির্বাচনে জমায়াত সমর্থিত ৬জন  কাউন্সিল  প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্য ৩ জন বিজয়ী হয়।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।