কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল দৈনিক সংগ্রামকে এই তথ্য নিশ্চিত করেন।
জানাযায়, নগরীর ভাটপাড়া বিষ্নপুর এলাকা নিয়ে গঠিত ১নং ওয়ার্ডে কাজী গোলাম কিবরিয়া টানা ৩ বারের মত মিষ্টি কোমড়া প্রতীকে নির্বাচিত হয়েছে।তিনি ৩৬৬ বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
নগরীর ঠাকুরপাড়া, টমচমব্রীজ এলাকা নিয়ে গঠিত ৮ নং ওয়ার্ডে লাটিম প্রতীকে একরাম হোসেন বাবু টানা ৩য় বারের মত
এদিকে নগরীর রাজাপাড়া ঢুলিপাড়া নেওড়া এলাকা নিয়ে গঠিত ১৯ নং ওয়ার্ডে রেজাউল করিম টিপিন ক্যারিয়ারে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন। তিনি ১৩৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটমত প্রার্থী আলমগীর পেয়েছেন ১০০৪ ভোট।
কুসিক নির্বাচনে জমায়াত সমর্থিত ৬জন কাউন্সিল প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্য ৩ জন বিজয়ী হয়।