শ্যামনগরে ভেমরুলের কামড়ে প্রশান্ত কুমার মগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চাঁদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে কিরন মগের ছেলে।
পারিবারিক সূত্র মতে বিকালের দিকে ঘরের পাশে ভেমরুলের বাসা ভাঙতে যায় প্রশান্ত। এসময় একঝাঁক ভেমরুল অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ার পরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষনা করে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। #
Check Also
রইছপুর আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে সরকার ঘোষিত ” তারণ্যে উৎসব ” ও পিঠা উৎসব শুরু হয়েছে
মুহাম্মদ অলিউল্যাহ, (রইছপুর) সাতক্ষীরা :বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা সদরের রইছপুর আদর্শ দাখিল …