শ্যামনগরে ভেমরুলের কামড়ে প্রশান্ত কুমার মগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চাঁদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে কিরন মগের ছেলে।
পারিবারিক সূত্র মতে বিকালের দিকে ঘরের পাশে ভেমরুলের বাসা ভাঙতে যায় প্রশান্ত। এসময় একঝাঁক ভেমরুল অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ার পরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষনা করে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। #
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …