দেবহাটা প্রতিনিধিঃ- দেবহাটা থানায় ১ বছর ২ মাসের সাজা ওয়ারেন্টভূক্ত ১ আসামীসহ সর্বমোট ওয়ারেন্ট ভূক্ত ০৫ (পাঁচ) জন আসামী গ্র্রেফতার এবং রিকল মূলে নিষ্পত্তিসহ সর্বমোট ১৮ (আঠার) টা ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। আটককৃত আসামীদেেকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২১/০৬/২০২২ তারিখ, পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান, এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) শামীম হোসেন, এএসআই(নিঃ)আব্দুল আলীম, এএসআই (নিঃ) জাহিদুর রহমান, এএসআই (নিঃ) শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভিন্ন ভিন্ন ভাবে অভিযান পরিচালনা করে দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে সিআর ১৬/২০ (সাজা প্রাপ্ত) আসামী ১। জাহিদ হাসান (৩৫), পিতা-মৃত মোনাজাত আলী সরদার, সাং-কামটা, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-১৯/২১ এর আসামী ২। মোঃ সালাউদ্দীন ঘরামি, পিতা-লুৎফর ঘরামি, সাং-শিমুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-২৩/২২ এর আসামী ৩। কামরুল ইসলাম গাজী, পিতা-মৃত শরিফুল গাজী, সাং-কুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর-১৫৫/২২ এর আসামী ৪। এনামুল হক সুমন, পিতা-হাবিবুল্লাহ গাজী, সাং-সৈন্ন্যাস খোলা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-৪৪৪/১৮ এর আসামী ৫। হযরত আলী, পিতা-কাওছার আলী, সাং-উত্তর কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন এবং একই অভিযানে রিকল মূলে ১৩ টি ওয়ারেন্টসহ সর্বমোট ১৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
Check Also
দেবহাটায় গণপিটুনিতে এক ডাকাত নিহত, অস্ত্র, বোমাসহ গ্রেপ্তার-৬
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার খলিশাখালি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) এক …