দেবহাটা চাঞ্চল্যকার হত্যা মামলা রুজু হওয়ার ৮ ঘন্টার মধ্যে আলাউদ্দিন ও আবুজা গ্রেফতার।

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বৌউকে ফিরিয়ে নিতে না পেরে ঘাতক সালাউদ্দিন শশুরের জীবন কেড়ে নিলো ইং-২২/০৬/২০২২ তারিখ রাত্র অনুমান-০১.০৫ ঘটিকার সময় দেবহাটা থানাধীন মাটিকুমড়া গ্রামস্থ ভিকটিম আজগর আলীকে তার বসত ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় জামাতা কালীগঞ্জ থানার বরেয়া গ্ৰামের মুজিবর রহমানের দুই ছেলে মোঃ সালাউদ্দিন সানা (২৮)ও মোঃ আলাউদ্দিন সানা (৩৫) জেলা-সাতক্ষীরা সহ অজ্ঞাতনামা ২/৩ জন ধারালো অস্ত্র দিয়ে কোপাইয়া হত্যা করে। এই সংক্রান্তে ভিকটিমের ছেলে মোঃ মিজানুর রহমান (২৮) বাদী হয়ে দেবহাটা থানায় উপরোক্ত আসামীদের নাম উল্লেখ্য পূর্বক এজাহার দায়ের করেন যে, ০১ ও ০২ নং আসামী বাদীর আপন খালাত ভাই। ০১ নং আসামীর সহিত বাদীর বোন শিল্পী খাতুন এর গত ২ বছর পূর্বে বিবাহ হয়। বিবহের পর হতে বিভিন্ন কারনে তাদের মধ্যে বনিবনা না হওয়া গত ইং-০৮/০৬/২০২২ তারিখ বাদীর পিতা ভিকটিম আজগার আলী সরদার তার কন্যা শিল্পী খাতুনকে ০১ নং আসামী সালাউদ্দিন এর নিকট থেকে তালাক নিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। এই ঘটনার জের ধরে ইং-২২/০৬/২০২২ তারিখ রাত্র অনুমান ০১.০৫ ঘটিকার সময় উল্লেখিত আসামীরা এই হত্যার ঘটনাটি ঘটায়। ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ দেবহাটা থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। যাহা দেবহাটা থানার মামলা নং-০৭/৬১, তারিখ-২২/০৬/২০২২ ইং, ধারা-৩০২/৩৪ পিসি । মামলা রুজুর পর সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ এর নের্তৃত্বে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ সহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান ও থানার অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ইং-২২/০৬/২০২২ তারিখ দিনগত রাতে মামলার এজাহারনামীয় ২নং আসামী আলাউদ্দিন সানা (৩৫)কে তেঁতুলিয়া গ্ৰামে ঐ আসামীর বাড়ির পাশে বাগান থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাহাকে ব্যপকভাবে জিজ্ঞাসাবাদ করিলে সে ঘটনার সংগে জড়িত থাকার বিষয় সত্যতা স্বীকার করে এবং অজ্ঞাতনামা কয়েকজনের নাম বলিলে আসামীর স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করিয়া তেঁতুলিয়া গ্ৰামের আজিবর রহমান ছেলে আসামী আবু জার (২২) থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

 

 

Check Also

দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।