ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে সুশীলন বাস্তবায়নাধীন দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে কমিউনিটি গিফট এর আওতায় নির্বাচিত চার হাজার উপকারভোগীদের মাঝে বিশ হাজার ফল গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবারের আয় বৃদ্ধি, পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ এবং একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি উপকারভোগীকে দুইটি করে উন্নত জাতের হিমসাগর, দুইটি করে উন্নত জাতের কাঠাল এবং একটি করে থাই পেয়ারার চারা প্রদান করা হয়েছে। গত ২২/০৩/২০২২ তারিখে দেবহাটা উপজেলা ফুটবল ময়দানে দেবহাটা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন দেবহাটা উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুজিবর রহমান। সুশীলন এর প্রোগ্রাম ম্যানেজার রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, স্পন্সরশীপ অফিসার হিরো গাইন, মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান। ফল কাজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনের পর দেবহাটা এরিয়া প্রোগ্রামের কর্মএলাকা দেবহাটা সদর, পারুলিয়া এবং কুলিয়া ইউনিয়নের সম্মানিত ইউ পি চেয়ারম্যানদের উপস্থিতিতে এবং তাদের সর্বাত্মক সহযোগিতায় সকল উপকারভোগীদের মাঝে ফল গাছের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
Check Also
দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরের …