দেবহাটা প্রতিনিধি \ দেবহাটায় মিথ্যা ও ভিত্তিহীন ঘটনা সাজিয়ে আদালতে মামলা করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোটার্স ক্লাবে শুক্রবার বিকাল ৫ টায় উক্ত সংবাদ সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার কামটা গ্রামের মন্টু গাজীর ছেলে সাইফুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি একজন ট্রাক শ্রমিক ও দিনমজুর। তার পিতাও একজন দিনমজুর শ্রমিক। নিত্য আয়ের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তিনি বিবাহিত ও সন্তানের জনক। কামটা গ্রামেই তাদের আদি বসবাস এবং সেখানেই তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। তাদের বাড়ির পাশর্^বর্তী জমির মালিক গোলাম রসুল গত রোজার আগে তার জমি বিক্রয় করতে চাইলে তারা (সাইফুল) তাদের বসত ঘরের পাশ থেকে ৫ শতক জমি ক্রয় করেন। তার ক্রয়কৃত সম্পত্তির পাশে কোড়া গ্রামের জনৈক রবিউল ইসলাম সাড়ে তিনশতক জমি ক্রয় করেন। জমির মালিক তাদের ও রবিউলের ক্রয়কৃত সম্পত্তির মাঝ বরাবর একটি ভ্যান চলাচলের মতো রাস্তা রেখে জমিটি বিক্রয় করেন। কিন্তু রবিউল একজন ইঞ্জিনভ্যান চালক হওয়ার কারনে উক্ত সরু রাস্তা দিয়ে ভ্যান আনা নেয়া করতে পারেননা বিধায় তাদের জমির মধ্যে দিয়ে চলাচল করেন। সাইফুল জানান, তার পিতা পাশর্^বর্তী রবিউলের ভ্যান চলাচলের সুবিধার কারনে তাদের জমির ভিতর বরাবর সীমানা পিলার দিয়ে দিলে রবিউল তার পিতা মন্টু গাজীর সাথে গন্ডগোল করে। এমনকি রবিউলের হাস মুরগী থাকায় তার কারনে বসবাস করতেও অনেক অসুবিধা হয়। কিন্তু তারা কিছু না বলে শান্তি বজায় রাখার চেষ্টা করেন। রবিউলের বাড়িতে বিদ্যুৎ সংযোগের মিটার না থাকার কারনে তারা সাইফুলদের বাড়ি থেকে সাইড লাইন নিয়ে ব্যবহার করেন। কিন্তু রবিউল যে পরিমানের বিদ্যুৎ ব্যবহার করেন তার সমপরিমান টাকা না দেওয়ার কারনে গত কয়েকদিন আগে সাইড লাইনটি সাইফুলরা কেটে দেন। যার কারনে রবিউল ও তার স্ত্রী জেলেখা সাইফুলদের সাথে চরম বিরোধ বাধায় এবং দেখে নেয়ার হুমকি দেয়। যার কারনে প্রতিহিংসার বশবর্তী হয়ে একপর্যায়ে গত কয়েকদিন আগে ররিউল ও তার স্ত্রীর যোগসাজশে তাদের সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ট শ্রেনীতে পড়–য়া মেয়েকে সাজিয়ে সাইফুলের নামে দেবহাটা থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন ঘটনা সাজিয়ে এলাকার কিছু কুচক্রীমহলের সহযোগীতায় দেবহাটা থানায় মামলা দিতে যায়। দেবহাটা থানার ওসি বিষয়টি বিষদ তদন্তপূর্বক ঘটনাটি সম্পূর্নভাবে মিথ্যা ও বানোয়াট হওয়ায় উক্ত মামলাটি না নিলে তারা সাতক্ষীরা আদালতে একটি মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করে। সাইফুল জানান, প্রকৃত ঘটনা এলাকার চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অবগত রয়েছে। তিনি বিষয়টির সুষ্টু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জানান।
Check Also
দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি
দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …