শাহজাহান আলী (মিঠুন) নিজস্ব প্রতিনিধি ঃ পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। র্যালি ও আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল কলেজর শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের আয়োজনে বড় পদ্মার মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের মূল পর্ব জনসাধারণকে দেখানো হয়।
এদিকে, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে চায়ের দোকান থেকে শুরু হয়ে সব শ্রেনীর মানুষের মধ্যে এক ধরনের আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।