পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রাম থেকে ১ হাজার ৯৫০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রাম থেকে তাদের আটক করে।
আটককৃত দুই যুবক হল, কলারোয়া উপজেলার কুমারনাল শেখপাড়া গ্রামের করিম মোল্লার ছেলে ফয়সাল হোসেন (১৯) ও একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাসেল হোসেন (১৬)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান, তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রামের পাটকেলঘাটা ওভারব্রিজ সংলগ্ন নিউ কপোতাক্ষ হোটেলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত দুই যুবককে আটকের পর তাদের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, নগদ ১১’শ টাকা, চারটি সিম কার্ড ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়।
আটক দুই চোরাকারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় পাঠানো হয়েছে বলে এই র্যাব কর্মকর্তা আরো জানান।