পুত্রবধূকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ ওমর সানীর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বউ সাদিয়া রহমান আয়েশার জন্মদিন আজ। পুত্রবধূর বিশেষ দিনে ওই পরিবারে যে খুশির জোয়ার বইছে তা পুত্রবধূকে সানীর শুভ কামান জানানো স্ট্যাটাসে বোঝা গেল। জন্মদিনে পুত্রবধূকে ভালোবাসায় ভাসিয়েছেন, পরামর্শ দিয়েছেন ধর্মে মন দিতে।

ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘আয়েশা আমার বউমা, আমার আরেকটি বাচ্চা। আলহামদুলিল্লাহ, তোমার মতো একটি মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি। মা আজকে তোমার জন্মদিন, আজকে আমার চাওয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীকে পড়াবা। আমাদের সংসার আগলে রাখবে, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা।’

ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন গেল বছরের ২৬ মার্চ ঘর বাঁধেন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশার সঙ্গে।

ঢাকাই সিনেমার আরেক নায়ক জায়েদ খানকে ঘিরে ভাঙনের মুখে পড়েছিল সানী-মৌসুমীর সংসার। অবশেষে পরিবারে শান্তি ফিরেছে ওমর সানী ও মৌসুমী দম্পতির ঘরে। দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে ওমর সানীর।

Check Also

শ্যামনগরে সূর্যমুখীর বাম্পার ফলন, মুখে হাসি কৃষকের

এবিএম কাইয়ুম রাজ , বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনার দ্বার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।