কালীগঞ্জে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় সাদপুর ক্রিড়া পরিষদ জয়ী

হারুন উর রশিদ:- কালিগঞ্জ উপজেলা দি মডার্ন কচিকাঁচা ক্লাবের আয়োজনে ৩ জুলাই রবিবার কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা উকশা আনসার ভিডিপি ক্লাব ও সাদপুর ক্রিড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাদপুর ক্রিড়া পরিষদ ফুটবল একাদশ ৩ -১ গোলে উকসা আনসার ভিডিপি ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে । খেলাটি সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধন করেন সুশীলনের উপ-পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু , এ সময় আরো উপস্থিত ছিলেন লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল এর পরিচালক জাহাঙ্গীর হোসেন, খেলাটি অতীত হিসেবে উভয় করেন উপভোগ করেন ৫ নম্বর কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, কালিগঞ্জ সরকারি স্কুলের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদউল্লাহ বাচ্চু, ইসলামী সদস্য মোঃ হাবিবুল্লাহ বাহার, সাংবাদিক আল নূর আহমেদ ইমন, খেলাটি ধারা বর্ণনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ও দি মডার্ন কচিকাঁচা ক্লাবেররে আব্দুল্লাহ আল মামুন বাবু, রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, সরকারি রাশেদুল ইসলাম ও আতাউর রহমান। খেলায় সাদপুর ক্রিয়া পরিষদের পক্ষে গোল করেন খেলোয়াড় রুবেল, আরিজুল ও সাদ, উকসা আনসার ভিডিপি ক্লাবের একমাত্র গোলটি করেন সাদ্দাম। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়েছিল। টুর্নামেন্টের ফাইনাল খেলা মডার্ন কচিকাঁচা ক্লাব ও সাদপুর ক্রিড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হবে।

Check Also

দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।