দেবহাটায় বজ্রপাতে নিহত ও ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দেবহাটা প্রতিনিধি :-আকস্মিক ঘূর্নিঝড়ে লন্ডভন্ড দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এবং সখিপুরে বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এসকল ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

গত ২৮ মে আকস্মিক ওই ঘূর্নিঝড়ে সখিপুর ইউনিয়নের নারিকেলি গ্রামের পিয়ার আলীর ছেলে আব্দুল লতিফ গাজী বজ্রপাতে নিহত হন এবং একইদিনে নওয়াপাড়া ইউনিয়নের গরানবাড়িয়ার মালেক সরদারের স্ত্রী আনোয়ারা খাতুন, একই গ্রামের মৃত খোশলাল ঢালীর ছেলে আনারুল ইসলাম, কামিনীবসু গোলাম মিস্ত্রীর ছেলে মিজানুর রহমান, একই গ্রামের মৃত খোরশেদ আলী সরদারের ছেলে সুরত আলী সরদার, কাটমহল গ্রামের মৃত উজ্জ্বল মোড়লের ছেলে গোলাম রসূল মোড়ল, একই গ্রামের সবুর গাজীর ছেলে শরিফুল ইসলাম, শিমুলিয়া গ্রামের আবুল বাশারের স্ত্রী রোকেয়া সুলতানা, একই গ্রামের তাকিম সরদারের ছেলে আব্দুল গফুর সরদার, চাঁদপুরের মৃত অধীর মজুমদারের ছেলে মদন মজুমদার, একই গ্রামের আব্দুর রকিব সরদার এবং টিকেট গ্রামের রজব আলীর স্ত্রী নূর নাহার খাতুন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। এদের মধ্যে বজ্রপাতে নিহত আব্দুল লতিফের পরিবারকে বিশ হাজার টাকা এবং অন্যান্যদের প্রত্যেককে ৫ হাজার টাকা আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়েছে।

Check Also

দেবহাটায় গণপিটুনিতে এক ডাকাত নিহত, অস্ত্র, বোমাসহ গ্রেপ্তার-৬

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার খলিশাখালি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।