এ বি সিদ্দিক দেবহাটা (সাতক্ষীরা) :- দেবহাটার নাজিরের ঘের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিচার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ জুলাই, ২২ ইং তারিখ বিকাল সাড়ে ৫টার সময় মাদ্রাসার সস্মুখে অনুষ্ঠিত ওই মানববন্ধনে এলাকার শতাধিকের বেশী নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে। এ সময় এলাকার সমাজসেবক আবদুল গনি সানা, সুবর্নাবাদ সেট জামে মসজিদের ইমাম মিজানুর রহমান, ভিকটিম ভাগনীর সুমন খান প্রমুখ। এ সময় বক্তারা ওই মাদ্রাসার শিক্ষক আবদুল বারী সানা কর্তৃক ৫ম শ্রেনীর শিক্ষার্থীর উপর যৌন নিপীড়ন ও শ্লীলতাহানীর ঘটনায় তার সুষ্ঠু বিচার ও গ্রেফতারের দাবী জানান। বক্তারা বলেন, বারী সানা ইতিপূর্বেও এধরনের ঘটনা ঘটিয়ে নিজে মুচলেকা দিয়ে ক্ষমা পেয়েছে। আবারো সে একই ঘটনা ঘটিয়েছে তাই তার দ্রুত বিচার নিশ্চিতের জন্য বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে গত ২ জুলাই, ২২ ইং তারিখে ওই মাদ্রাসার অভিভাবক কামরুল ইসলাম তার মেয়েকে শ্লীলতাহানীর অভিযোগে আবদুল বারী সানার বিরুদ্ধে ম্যানেজিং কমিটি বরাবর লিখিত অভিযোগ দিলে ৩ জুলাই তারিখে ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। এ ছাড়া কামরুল ইসলাম দেবহাটা থানায়ও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
Check Also
দেবহাটায় গণপিটুনিতে এক ডাকাত নিহত, অস্ত্র, বোমাসহ গ্রেপ্তার-৬
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার খলিশাখালি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) এক …