মোঃ হারুন-অর-রশিদ (কালীগঞ্জ):-
কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নর উদ্যোগে শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের এককালীন ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।৫ জুলাই মঙ্গলবার সকাল দশটায় কালীগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিক ইউনিয়নের ১৫ জন মৃত ব্যক্তির পরিবারদের কাছে এককালীন ১০ হাজার টাকা ভাতা মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতি ও অফিস সহকারী প্রদীপ এর সঞ্চালনা মৃত শ্রমিকদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু , সভায় ওনার মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহতাব হোসেন, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ সুমন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ হাফিজুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ রফিবুল হাসান রঞ্জু, সম্পাদক সাইফুল ইসলাম, ক্রিড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শেখ আজমির হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আব্দুর রহমান মোড়ল, কার্য নির্বাহ কমিটির সদস্য আবু হাসান, রুহুল আমিন গুরু, নূর মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক অন্য কর্মকর্তারা শ্রমিক ইউনিয়নের ১৫ জন মৃত ব্যক্তির পরিবারের স্ত্রী ও অন্যান্য সদস্যদের কাছে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন। ঈদের আগে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনুদানকৃত অর্থ পাওয়ায় মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। এবং কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এ ধরনের উদ্যোগকে সকলেই প্রশংসা করে কৃতজ্ঞতা জানান।