গরুর সঙ্গে দৌড়, পিলা‌রে ধাক্কা খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

বরিশালে নিয়ন্ত্রণহীণ কুরবানির গরু‌কে ধর‌তে গি‌য়ে পিলা‌রের সঙ্গে ধাক্কা লে‌গে জাহাঙ্গীর হো‌সেন না‌মে এক ওষুধ ব‌্যবসায়ীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। রোববার সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হো‌সেন রহমতপুর বাজা‌রের ওষুধ ব‌্যবসায়ী এবং ওই এলাকারই বা‌সিন্দা।

প্রত‌্যক্ষদর্শী আরিফ হো‌সেন জানান, ফজরের নামাজ শেষে গরুটিকে কুরবানির জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু হঠাৎ গরুটি বেপরোয়া ভাবে দৌড় দিলে গরুটিকে নিয়ন্ত্রণ করতে দড়ি ধরেন তিনি। কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সীমানা পিলারে ধাক্কা খান জাহাঙ্গীর। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই লুটিয়ে পড়েন রাস্তায়।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল ক‌লেজ হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান জাহাঙ্গীর হোসেন।

আরিফ ব‌লেন, জাহাঙ্গীর হো‌সেন এর আগেও দুইবার হার্ট অ‌্যাটাক ক‌রে‌ছি‌লেন। অনেক আগে থে‌কেই হৃদরো‌গে ভুগ‌ছি‌লেন তিনি।

ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ওসি কম‌লেশ চন্দ্র হালদার ব‌লেন, এমন খবর এখন পর্যন্ত আমরা শুন‌ি‌নি। খোঁজ নি‌চ্ছি।

Check Also

সাতক্ষীরায় একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।। একুশে টেলিভিশনের ২৫তম’ প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা সদর হাসপাতালে শতাধিক রোগীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।