বিলাল মাহিনী, যশোর :
যশোর জেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রিন অভয়নগর’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দুঃস্থ-মানবতার সেবা, সমাজ কল্যান, পরিবেশ, বনায়ন তথা অভয়নগরকে সবুজ অভয়নগর হিসেবে গড়ে তুলতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ‘গ্রিন অভয়নগর’ ১৭ জুলাই বুধবার বিকেলে আয়োজন করে এই মিলনমেলার।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া সরকারী কলেজ অডিটোরিয়ামে উক্ত ঈদ পুনর্মিলনী সংগঠনের আহ্বায়ক অধ্যাপক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গ্রিন অভয়নগর’র সদস্য সচিব এ্যাড. হুমাউন কবির তানিমের সঞ্চালনে অনুষ্ঠানে গ্রিন অভয়নগরের সংগঠক ড. মো. তবিবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অধ্যক্ষ এসএম খায়রুল বাসার, অধ্যক্ষ শফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান, ইউএসএ প্রবাসী সুমন, প্রভাষক সেলিম রেজা, গাজী আবুল হোসেন, সাংবাদিক জিয়াউর রহমান, কবি বিলাল মাহিনী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষক ইকবাল হোসেন, তরিকুল ইসলাম, শিক্ষক মো. কাবিল হোসেন, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, মো. আশিকুজ্জামান, মাসুম রেজা প্রমুখ।
ঈদ পুনর্মিলনী শেষে গ্রিন অভয়নগরের বৃক্ষ রোপণ কর্মসূচিসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।